হবিগঞ্জ জেলার লাখাই উপজেলাধীন, হবিগঞ্জ লাখাই সড়কের স্থানীয় বুল্লাবাজারের মধ্যে অবস্থিত। ডাকঘর- বুল্লাবাজার, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ, বিভাগ - সিলেট।
রহিমা খাতুন, স্বামী- মৃত হাজী ফেরাছত উল্লা, ১৮৮৫ সালে বিদ্যালয় করার জন্য .১১ শতক ভূমি বিদ্যালয়ের নামে দান করেন। শুরুতে রহিমা খাতুনের নামে বিদ্যালয়টির নামকরণ ছিল। পরবর্তীতে পূর্ব পাকিস্থান প্রদেশ বুল্লা গ্রামের নামে বিদ্যালয়টির নামকরণ করেন। বর্তমানে বিদ্যালয়ের নাম বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাক-প্রাথমিক ৩০ জন, ১ম শ্রেণী- ৮৯ জন, ২য় শ্রেণী- ৮০ জন, ৩য় শ্রেণী- ৮১ জন, ৪র্থ শ্রেণী- ৯২ জন, ৫ম শ্রেণী- ৩৪ জন।
১। মোঃ বদিউল আলম (সভাপতি), ২। মোঃ জাহারুল ইসলাম (সহঃ সভাপতি) ,৩। মোঃ মোতাহার হোসেন (সদস্য সচিব)
৪। মীর তজম্মুল আলী (সদস্য) ৫। মোঃ আব্দুল আউয়াল (সদস্য), ৬। গোপেন্দ্র চন্দ্র গোপ (সদস্য), ৭। মনোয়ারা খানম (সদস্য), ৮। নাছিমা আক্তার (সদস্য), ৯ রাবেয়া খানম (সদস্য), ১০। সীমা রাণী মোদক (সদস্য), ১১। মোঃ শফিকুল আলম (উচ্চ বিদ্যালয় প্রতনিধি), ১২। জিনাত রেহানা (শিক্ষক প্রতিনিধি)।
২০০৭ সালে ৯৩%, ২০০৮ সালে ৬৫%, ২০০৯ সালে ৭৭%, ২০১০ সালে ৮৪%, ২০১১ সালে ৯২%।
২০০৬ ট্যালেন্টপুল ২, সাধারণ ১, ২০০৭ সাধারণ ১, ২০১০ ট্যালেন্টপুল ১।
এম.বি.বি. এস ডাক্তার ১ জন, এম.বি. এস. অধ্যয়নরত ২জন, এস. এ. সি. এম. ও ০৩ জন, এডভোকেট ১ জন।
শতভাগ ভর্তি নিশ্চিতসহ শতভাগ পাশ নিশ্চিত করা ৫০টি প্রান্তিক যোগ্যতা অর্জন সাপেক্ষে ভবিষ্যৎ সুনাগরিক তৈরী ও ডিজিটাল বাংলাদেশ গড়াই মূল লক্ষ্য।
গ্রাম- বুল্লা, ডাকঘর- বুল্লাবাজার, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ। মোবাইল ০১৭১৫-১৪১৮২৫ (প্রধান শিক্ষক)
ইমেইল এড্রেস নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস