বিদ্যালয়টি হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলার অন্তর্গত ৬নং বুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চান্দপুর গ্রামে অবস্থিত।
বাবু রায় চাঁদ দাশ .৫০ (পঞ্চাশ) শতক জমি দান করেন ও চান্দপুর গ্রাম বাসীর অর্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টির ভবন জরাজীর্ণ, পুনরায় বিদ্যালয় ভবন নির্মাণ একান্ত প্রয়োজন।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ম | ১২ | ৯ | ২১ |
২য় | ১০ | ১৪ | ২৪ |
৩য় | ১৩ | ১২ | ২৫ |
৪র্থ | ৮ | ১৩ | ২১ |
৫ম | ০৫ | ০৫ | ১০ |
১। প্রহলাদ দাস (সভাপতি), ২। বীরেন্দ্র দাশ (সহ-সভাপতি), ৩। রনজিত চন্দ্র দাশ (সদস্য সচিব), ৪। গীতা রাণী দাস (সদস্য), ৫। নিয়তী রাণী দাশ (সদস্য), ৬। বাদল চন্দ্র দাশ (সদস্য), ৭। জয়মঙ্গল দাস (সদস্য), ৮। জয়ন্ত কুমার দাশ (সদস্য), ৯। শুক্লা রাণী দাশ (সদস্য), ১০। মোঃ আব্দুর রউফ (সদস্য), ১১। অর্পনা রাণী পাল (সদস্য), ১২। মোঃ সামছু মিয়া (সদস্য)।
২০০৭ সালে ১০০%, ২০০৮ সালে- ৬৭%, ২০০৯ সালে- ৭৮%, ২০১০ সালে ১০০%, ২০১১ সালে ৯২%।
১। শতভাগ ভর্তি ২। ঝরে পড়া রোধ |
বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
গ্রাম- চান্দপুর, ডাকঘর- সুজাতপুর, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ। মোবাইল নং- ০১৭১৫-৩৩৬৮৫২ (প্রধান শিক্ষক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস