সংক্ষিপ্ত ইতিহাস
বিদ্যালয়টি হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলার ৬নং বুল্লাইউনিয়নের ভরপূর্ণি গ্রামের দুক্ষিণদিকেলোকড়া-মাদনা সড়কের পাশেঅবস্থিত।বিদ্যালয়টি হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলার ৬নং বুল্লাইউনিয়নের ভরপূর্ণি গ্রামের দুক্ষিণদিকেলোকড়া-মাদনা সড়কের পাশেঅবস্থিত।
ইতিহাস
গ্রামের মানুষের শিক্ষার প্রয়োজনে ১৯৪৭সালে বিদ্যালয়টি মরহুম মাহমুদ রাজার পুকুর পাড়ে প্রথম স্থাপিত হয়। এরপর ৭/৮ বছর পরে ইহা বর্তমানস্থানে স্থানান্তরিত হয়। ইহার মোট জমির পরিমাণ ৪৪ শতক।অর্ধেকজমি মরহুম হাজী আব্দুর রশিদ দান করেন এবং বাকী অর্ধেক জমি গ্রামবাসী ক্রয় করেন।
বিদ্যালয়টি১৯৭৩ সনে জাতীয়করণ করা হয়।
ছাত্র-ছাত্রীর সংখ্যা ( শ্রেণি ভিত্তিক)
শ্রেণিছাত্র ছাত্রী মোট
শিশু ১৫ ১৪ ২৯
১ম ৪৭ ৩২ ৭৯
২য় ৫১ ৪৬ ৯৭
৩য় ৪৪ ৪৮ ৯২
৪র্থ ৩১ ৩০ ৬১
৫ম ১৬ ৩৪ ৫০
মোট ২০৪ ২০৪ ৪০৮
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
|
|
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল
|
|
শিক্ষা বৃত্তির তথ্যঃ | নাই |
অর্জন | ২০১১সালেরপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ।২০১১সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করে ইউনিয়ন চ্যাম্পিয়নহয়েছে। |
ভবিষ্যৎপরিকল্পনা | বিদ্যালয়টিকে এ গ্রেডে উন্নীতকরণ, শিক্ষার মান উন্নয়ন, সকল পরীক্ষায় পাশের হার ১০০% করা। |
যোগাযোগ(ইমেইল এড্রেস সহ) | মোবাইল ফোনঃ ০১৭১৫ ২৩৬১৯১ ইমেইল bharapurni.gps.lakhai@gmail.com
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস