Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হযরত শাহ বায়জিদ র: মাজার
স্থান
বুল্লা বাজার সংলগ্ন
কিভাবে যাওয়া যায়
হযরত শাহ বায়জিদ রঃএর মাজার বুল্লা বাজারের উত্তর দক্ষিনে অবস্থিত।বুল্লা বাজারের কাছে গেলেই মাজারের কাছে অতি সহজে যাওয়া যাবে।গাড়ি, বা যে কোন যানবাহনে মাধ্যমে যাওয়া যায়। তাছাড়া নৌকা মাধ্যমে যাওয়া যায় ।
বিস্তারিত

উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব পূন্যভূমি সিলেটের অংশ হিসেবে লাখাই উপজেলায় অনেক আওলিয়া ও মনীষী যুগ যুগ ধরে আগমন করেছেন। অনেক মহান মনীষি এ উপজেলায় জন্মগ্রহণ করেছেন। হযরত শাহজালাল এর সমসাময়িক ৩৬০ আওলিয়াদের একজন হযরত বায়েজীদ শাহ প্রায় ৭০০ বছর আগে বুল্লায় আশ্রয় নিয়েছিলেন এবং ধর্মপ্রচার করেছিলেন। তার নামে বুল্লা বাজারে একটি মাজার আছে।