লাখাই উপজেলা বুল্লা বাজার সংলগ্ন
শাহ বায়জিদ রঃ এর মাজারে আসার জন্য প্রথমে গাড়ি দিয়ে লাখাই উপজেলার বুল্লা বাজারের পাশে আসলেই অতি সহজে পাওয়া যাবে। আসার জন্য যে কোন ধরনের যানবাহন বা নৌকার মাধ্যমে ও আসা যায়।
0
শাহ বায়েজীদ শাহ’র মাজারঃ
লাখাই উপজেলা থেকে ৪ কিঃমিঃ দুরে বুল্লা বাজারের পাশে অবস্থিত একটি মাজার। হযরত শাহজালাল এর সময়সাময়িক ৩৬০ আওলিয়াদের একজন হযরত শাহ বায়েজীদ প্রায় ৭০০ বছর আগে বুল্লায় আশ্রয় নেন এবং ধর্মপ্রচার করেন। প্রতি বছর পৌষ মাসের ৯ তারিখে ওরশ শরীফ হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর লোকের সমাগম ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস